ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুর এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ-আরএফএল কোম্পানির ১৬ নারী শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুরে এ দুর্ঘটনা ঘটে।



আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি। তবে আহতদের মধ্যে ট্রাক ও বাসের চালক-হেলপার ছাড়া অন্য সবাই প্রাণ-আরএফএল কোম্পানির নারী শ্রমিক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর এলাকায় অবস্থিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ-আরএফএল কোম্পানির নারী শ্রমিকদের বহনকারী একটি বাস (ঢাকা চ-২৯১৩) রাতে অলিপুর থেকে চুনারুঘাট যাচ্ছিল। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক (যশোর ট-১১-২৭০৮) নসরতপুর এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক ধুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় ২০ জন আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

শায়েস্তাগঞ্জ দমকল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন শাহীন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।