ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ছিনতাইকারীর গুলিতে ২ সহোদর আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
ফতুল্লায় ছিনতাইকারীর গুলিতে ২ সহোদর আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ছিনতাইকালে মিলন প্রধান (৩১) ও আবদুল হান্নান লিটন (৩৩)  নামে দুই ভাইকে গুলি করেছে সংঘবদ্ধ ছিনতাইকারী দল। এ সময়ে এলাকাবাসী ধাওয়া করে ছিনতাইকারী দলের দু’জন সদস্যকে আটক করে গণপিটুনি দিয়েছে।



গুলিবিদ্ধ দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দু’জন পঞ্চবটি হরিহরপাড়া এলাকার আনোয়ার প্রধানের ছেলে। পঞ্চবটি মোড়ে তাদের একটি ফার্নিচারের দোকান রয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) রাত ১১টায় ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ফার্নিচারের দোকান বন্ধ করে দুই ভাই বাড়ি ফিরছিলেন। এ সময়ে গুলশান রোডের হরিতলা হাউজিং এলাকায় একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা দুই ভাইকে গুলি করে পালাতে থাকে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে দুই ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়।
 
গুলিবিদ্ধ মিলন ও লিটনকে প্রথমে নারায়ণগঞ্জ শহরের খানপুর তিনশ’ শয্যা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

খানপুর তিনশ’ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল মান্নান জানিয়েছেন, দু’জনের বুকে গুলি লেগেছে।

এদিকে গণপিটুনির শিকার দুই ছিনতাইকারীকেও খানপুর তিনশ’ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ আহমেদ বাংলানিউজকে জানান, দুই ছিনতাইকারীর কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।