ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির ভাইবোনছড়ার মারমা সংসদ এলাকায় মাহেন্দ্র ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষের ঘটনায় আহত কিশোর ধ্রুব সাহার (১৫) মৃত্যু হয়েছে।

ধ্রুব পানছড়ির বাবুল সাহা ও রূপালী সাহার একমাত্র সন্তান।

সে এ বছর এসএসসি পরিক্ষার্থী ছিল।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মারমা সংসদ এলাকায় মাহেন্দ্র ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে হয়। এতে ৭ জন আহত হয়।

আহতদের পানছড়িতে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ধ্রুব সাহার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।