ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ১ হাজার ৩৯৮ পিস ইয়াবাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
ভৈরবে ১ হাজার ৩৯৮ পিস ইয়াবাসহ নারী আটক ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: জেলার ভৈরব উপজেলায় ১ হাজার ৩৯৮ পিস ইয়াবাসহ মোছা. শেফালী বেগম (৪৮) নামে এক নারীকে আটক করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরব বাজারের নিউ টাউন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শেফালী বেগম একই এলাকার মৃত হাফিজ উদ্দিনের স্ত্রী।

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার (এএসপি) হায়াতুল ইসলাম খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিউ টাউন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৯৮ পিস ইয়াবাসহ শেফালী বেগমকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।