ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ জনকে অাসামি করে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ জনকে অাসামি করে মামলা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র-ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষে হাফেজ মাসুদুর রহমান (২০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে অাসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৫০০ জনকে।



শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি শামসুল হক বাদি হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, সোমবার (১১ জানুয়ারি) রাতে মাদ্রাসা ছাত্র-ব্যবসায়ী-পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষের ঘটনায় অাহত মাদ্রাসা ছাত্র হাফেজ মাসুদুর রহমান মঙ্গলবার ভোরে মারা যান। এর জের ধরে মঙ্গলবার দিনভর শহরজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মাদ্রাসা ছাত্ররা। তুলে ফেলা হয় রেল লাইনের পাত। এসব ঘটনায় এর অাগে ১০টি পৃথক মামলা করেছে ক্ষতিগ্রস্তরা। এসব মামলায় সাত হাজার ২৯৪ জনকে অাসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।