ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকতায় বিএমটিআই’র প্রশিক্ষণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
সাংবাদিকতায় বিএমটিআই’র প্রশিক্ষণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাংবাদিকতা, ক্যামেরা ও সংবাদ উপস্থাপনার লক্ষ্যে সার্টিফিকেট কোর্স শুরু করতে যাচ্ছে বাংলাদেশ মিডিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং ইন্সটিটিউট (বিএমটিআই)।

কোর্সের মধ্যে রয়েছে, টেলিভিশন সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা, সাংবাদিকতা, ক্যামেরা পরিচালনা, ওয়েব ডিজাইন ও রেডিও জকি।



সবগুলো কোর্সের মেয়াদ ২ মাস করে। সপ্তাহে দু’দিন (শুক্রবার ও শনিবার) প্রশিক্ষণার্থীদের ক্লাস হবে। দেশের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জনপ্রিয় নবীন-প্রবীণ সংবাদকর্মীরা কোর্সে প্রশিক্ষণ দেবেন।

প্রশিক্ষণে মিডিয়া প্রশিক্ষণ সংশ্লিষ্ট অত্যাধুনিক প্রযুক্তিগত সব ব্যবস্থা রয়েছে। এছাড়াও ভিজ্যুয়াল ক্লাস পরিচালনার জন্য রয়েছে প্রফেশনাল ভিডিও ক্যামেরা, প্রজেক্টর। প্রতিটি ক্লাসের জন্য আলাদা লেকচারশিট, তাত্ত্বিক, ব্যবহারিক ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের ব্যবস্থা রয়েছে।

কোর্সে ভর্তি হতে যা প্রয়োজন:
দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।

যোগাযোগ:
বিএমটিআই, ৩৭৩ দিলু রোড, মগবাজার, ঢাকা-১২১৭। ফোন: ০২৯৩৪৯৩৭৩, ০১৮৭৫০১৮৫০৭, ০১৯৩৫২২৬০৯৮।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।