ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সন্তান হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
সন্তান হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলার বালিবালা গ্রামের সুজন হাওলাদার হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার মা রুক্ষ্মিনি হাওলাদার।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুক্ষ্মিনি হাওলাদার বলেন, তার স্বামী মনোরঞ্জন হাওলাদারের মৃত্যুর আগে ছেলে সুজন হাওলাদারকে ৬ দশমিক ১৮ একর জমি দানপত্রের মাধ্যমে রেজিস্ট্রি করে দেন। ২০১৪ সালের ৮ মার্চ সুজনের সৎ ভাইয়েরা ভাড়াটে খুনির সহযোগিতায় সুজনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

পরে এ ঘটনায় রুক্ষ্মিনি হাওলাদার তার সৎ ছেলে প্রমথ হাওলাদার, শচীন হাওলাদার, পরিতোষ হাওলাদার ও খুনি উত্তম ডাকুয়াকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করেন। এ ঘটনার পর সৎ ছেলেরা রুক্ষ্মিনি হাওলাদারের নামে লুটের অভিযোগে মামলা করেন।

রুক্ষ্মিনি হাওলাদার বলেন, তার সৎ ছেলেরা উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে এখন তাকে ভয়ভীতি দেখাচ্ছেন। যেকোনো সময় তাকে সৎ ছেলেরা হত্যা বা গুম করতে পারে বলে তার আশঙ্কা।

তিনি ছেলে হত্যার বিচার ও তাকে হয়রানি বন্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।