ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর পৃথক স্থানে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
রাজধানীর পৃথক স্থানে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর পৃথক স্থানে দুই ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৪৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শনিবার (১৬ জানুয়ারি) ভোর থেকে দুপুর ১টার মধ্যে ছিনতাইয়ের কবলে পড়েন ২ ব্যক্তি।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সিএনজিচালিত অটোরিকশা চালক আলামিন (২১) ও সবজি ব্যবসায়ী সম্রাট (৪৭)।

এদের মধ্যে বাড্ডার লুৎফর মার্কেট সংলগ্ন রাস্তায় নিজের সিএনজি চালিত অটোরিকশার মধ্যে ছিনতাইয়ের কবলে পড়েন আল আমিন।

আল‍ামিন বাংলানিউজকে বলেন, এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে গুলিস্তান থেকে চার ব্যক্তি ওঠেন আমার সিএনজিচালিত অটোরিকশায়। বাড্ডার লুৎফর মার্কেট এলাকায় পৌঁছালে যাত্রীবেসী ছিনতাইকারীরা ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। পরে তারা নিতে না পেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আল‍ামিনের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এদিকে উত্তরার (পূর্ব) সেক্টর-১১ নম্বর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন সবজি ব্যবসায়ী সম্রাট।

তার আত্মীয় বিপ্লব জানান, আহত সম্রাটের বাসা তুরাগ এলাকায়। তুরাগ থেকে আব্দুল্লাহপুর যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে ৪৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

সম্রাটের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এজেডেস/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।