ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশি অস্ত্রসহ দস্যু মোস্তাক মল্লিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বিদেশি অস্ত্রসহ দস্যু মোস্তাক মল্লিক আটক ছবি : প্রতীকী

 সাতক্ষীরা: সুন্দরবনের সুপদিয়া খাল এলাকা থেকে মঞ্জু বাহিনীর সদস্য দস্যু মোস্তাক মল্লিককে (৪০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-৬)।

এ সময় তার কাছ থেকে ২ ব্যারেলের একটি বিদেশি বন্দুক, বন্দুকের ৩ রাউন্ড গুলি, ভারতীয় ৫৯টি ৫০০ টাকার নোট, একটি মোবাইল ফোন ও আটটি সিম উদ্ধার করা হয়।

 

শনিবার(১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান শেষে এ তথ্য জানান র‌্যাব-৬ কমান্ডার লে. কমান্ডার মাহফুজ।

আটক মোস্তাক মল্লিক বাগেরহাট জেলার রামপালের ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা।

লে. কমান্ডার মাহফুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের সুপদিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে দস্যু মোস্তাককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।