ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বরিশাল মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: নতুন বেতন কাঠামোকে বৈষম্যমূলক অভিহিত করে ছয় দফা দাবি আদায়ে বরিশালে কর্মবিরতি পালন করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত হাসপাতালের সামনে কর্মবিরতি পালন করেন তারা।



এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসধারীরা নতুন আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির ব্যানারে স্ব স্ব স্থানে এ কর্মবিরতি পালন করেন।

চিকিৎসকদের কর্মবিরতির ফলে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীরাও সমস্যায় পড়েন।

কর্মবিরতি পালনকালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখা ও প্রকৃচি-বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটি বরিশাল বিভাগের সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন জানান, এ আন্দোলন সরকার কিংবা দেশের উন্নয়নের বিরুদ্ধে নয়। এ আন্দোলন সম্মান ফিরে পাওয়ার। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মাকসেমুল হক, ডা. ওয়াহেদ, ডা. অপুর্ব, ডা. তন্নী, ডা. খাজা, ডা. শামীম, ডা. হিমু, ডা. মোসাদ্দেক হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।