ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ৩য় জেলা স্কাউটস সমাবেশ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
রাজবাড়ীতে ৩য় জেলা স্কাউটস সমাবেশ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: ‘স্কাউটিং করবো ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে ৫ দিনব্যাপী  ৩য় জেরা স্কাউটস সমাবেশ শুরু হয়েছে।

শনিবার(১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলার ঐতিহ্যবাহী শহীদ খুশি রেলওয়ে ময়দানে এ সমাবেশের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটস প্রধান কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।



সমাবেশে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন- পুলিশ সুপার জিহাদুল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সচিব (পিআরএল) ও জাতীয় বাংলাদেশ স্কাউটস উপ-কমিশনার শাজাহান আলী মোল্লা, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও বাংলাদেশ স্কাউটস জেলা শাখার সম্পাদক আজিজা খানম। সমাবেশে জেলার ৫টি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের স্কাউটস অংশ গ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।