ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

হত্যা মামলার আসামিকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
হত্যা মামলার আসামিকে গ্রেফতার দাবিতে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে অন্তর হত্যা মামলার প্রধান আসামি সবুজ ও তার সহযোগী বাবা-মাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার বাওট বাজরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।



মানববন্ধনে বাওট সোলায়মানীয়া মাধ্যমিক বিদ্যালয়, মটমুড়া মাধ্যমিক বিদ্যালয়, বাওট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাওট আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী অংশ নেন।

এতে বক্তব্য রাখেন- স্থানীয় যুবলীগ নেতা সোহেল আহমেদ, বাওট গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন ও নিহত অন্তরের বাবা কাফিরুল ইসলাম প্রমুখ।

এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ বাংলানিউজকে জানান, মামলার কার্যক্রম পুলিশ আন্তরিকতার সঙ্গে দেখছেন। আসামিদের গ্রেফতার করতে তৎপরতা চালাচ্ছে। সবুজ ঠাণ্ডা মাথার খুনি।

তিনি বারবার তার মোবাইল ফোন ও নম্বর পরিবর্তন করছে। যার কারণে তাকে গ্রেফতার করতে পুলিশ হিমশিম খাচ্ছে।

উপজেলার বাওট গ্রামের সৌদী প্রবাসী কাফিরুল ইসলামের ছেলে শিশু অন্তরকে ২০১৫ সালের ১০ ডিসেম্বর সন্ধ্যায় একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে সবুজ অপহরণ করে নিজ বাড়িতে শ্বাসরোধে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।