ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় এনজিও কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বগুড়ায় এনজিও কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় দিনেদুপুরে এনজিও কর্মকর্তা মিজানুর রহমানকে (৩০) ছুরিকাঘাত করে ৩০ হাজার টাকা ও একটি মোবাইলফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শনিবার (১৬ জানুয়ারি) বেলা দেড়টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।



পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর‍ান।   

আহত মিজানুর রহমান সোসাইটি ফর সোস্যাল সার্ভিস’র (এসএসএস) সিনিয়র মাঠ সংগঠক হিসেবে কর্মরত।

সোসাইটি ফর সোস্যাল সার্ভিস’র ব্যবস্থাপক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালের দিকে মিজানুর রহমান সংস্থার গাড়ীদহ কেন্দ্রে যান। সেখান থেকে সাপ্তাহিক কিস্তি ও সঞ্চয়ের টাকা আদায় করে তিনি সাইকেল যোগে পৌরশহরের উলিপুর পাড়া সংস্থার কার্যালয়ে আসছিলেন।

পথিমধ্যে মোটরসাইকেল যোগে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। মুর্হুতের মধ্যে তারা নেমে মিজানুর রহমানকে ছুরিকাঘাত ও বেধড়ক পিটিয়ে তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও তার ব্যবহৃত মোবাইলফোন ছিনিয়ে নেয়।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ছিনতাইকারীরা দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান বলে জানান সংস্থার এই ব্যবস্থাপক।

শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার জানান, এ ধরনের ঘটনার খবর শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনতগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এমবিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।