ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে জঙ্গি অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
গোপালগঞ্জে জঙ্গি অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মানি লন্ডারিং ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) এ কর্মশালার আয়োজন করে।



শনিবার(১৬ জানুয়ারি) শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়নে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার দেবপ্রসাদ দেবনাথ।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী ভাইস-চেয়ারম্যান আবু সাদেক মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ধীরেন্দ্রনাথ দাস বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবু হেনা মো. রাজি হাসান ব্যাংক কর্মকর্তাদের মানি লন্ডারিং ও জঙ্গি অর্থায়ন কঠোর হস্তে দমন করার আহ্বান জানিয়ে বলেন, অবৈধপথে উপার্জিত টাকা অর্থনীতির ব্যাপক ক্ষতি সাধন করছে। মানি লন্ডারিংয়ের কারণে দেশের অর্থনীতি সঠিকভাবে চলতে পারে না। তাই মানি লন্ডারিং বন্ধ করতে ২০০২ সালে আমরা আইন করেছি।

এ আইনের সঠিক প্রয়োগ করতে হবে। এছাড়া ব্যাংকের মাধ্যমে জঙ্গিরা যাতে টাকা লেনদেন করতে না পারে, সে বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ নজর রাখার আহ্বান জানান তিনি।  

পরে জেলার বিভিন্ন ব্যাংকের অর্ধ শতাধিক কর্মকর্তাদের এ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
   
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।