ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বিয়ে না করায় প্রেমিকার আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বিয়ে না করায় প্রেমিকার আত্মহত্যা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের পর বিয়ে না করায় আত্মহত্যা করেছেন সুলতানা (২০) নামে এক তরুণী।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এরআগে শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সুলতানার পারিবারিক সূত্র জানায়, ফেনীর দাগনভূঁঞা উপজেলার একটি ইটভাটা শ্রমিকের সঙ্গে কয়েক মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুলতানার। একপর্যায়ে গত নভেম্বরের শেষ দিকে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে পালিয়ে প্রেমিকের সঙ্গে চলে যান তিনি।

বিয়ের আশ্বাসে প্রেমিকের সঙ্গে এক মাস ১০ দিন ধরে বসবাস করেন তিনি। এ সময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। একপর্যায়ে টাকা পেলে বিয়ে করার শর্তে সুলতানাকে নিজের বাড়ি পাঠিয়ে দেয় প্রেমিক।

গত ৬ জানুয়ারি বাড়ি ফিরলেও সুলতানার দরিদ্র বাবা টাকা দিতে ব্যর্থ হন। এছাড়া প্রতিবেশীদের নানা কটূক্তিতে অপমান সইতে না পেরে শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুলতানা।

কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মানিক রতন বড়ুয়া এ বিষয়ে বাংলানিউজকে বলেন, মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।