ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর মাজারে ঢাকা মহানগর উত্তর যুবলীগের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বঙ্গবন্ধুর মাজারে ঢাকা মহানগর উত্তর যুবলীগের শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা  নিবেদন করেছেন ঢাকা মহানগর (উত্তর) যুবলীগ ও পটুয়াখালীর দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা।  
 
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে দুই সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 
 
পরে, তারা জাতির পিতার মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে  অংশ নেন।  
 
এ সময় পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হালিম, দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা, ডেপুটি কমান্ডার আব্দুল লতিফ মিঞা, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের  সাধারণ সম্পাদক  ইসমাইল হোসেন,  সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বিশ্বাস,  শাহদাৎ হোসেন সেলিম,  মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফরহাদ আমির, সহ-সম্পাদক  আব্দুল্লাহ আল মামুন মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।