ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক মধুর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
‘বাংলাদেশ-ভারত সম্পর্ক মধুর’ ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ-ভারতের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক মধুর হলেও কিছু ক্ষেত্রে অনাস্থা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
 
শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


 
মুক্তিযুদ্ধের সাব-সেক্টর অধিনায়ক এ এস এম সামছুল আরেফিনের গবেষণার ৪০ বছর ও ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স এর আয়োজন করে।
 
মেনন বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক মধুর। তারপরও পরস্পরের মধ্যে কিছু অনাস্থাবোধ কাজ করে। ভারত মনে করে, বাংলাদেশ মিনি পাকিস্তান হয়ে যাচ্ছে কি-না। আর আমরা মনে করি, ভারত আমাদের সঙ্গে বড় ভাই সুলভ বা কোনো বিমাতা সুলভ আচরণ করে কি-না। পরস্পরের মধ্যে এ অনাস্থা দূর করতে দু’দেশের মানুষের মধ্যে আলোচনা প্রয়োজন। সে আলোচনার কাজটি করছেন গবেষক এ এস এম সামছুল আরেফিন। তিনি বিভিন্ন সময় দু’দেশের মানুষের মধ্যে আলোচনার কাজটি করছেন।
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশে কিছুদিন ধরে বিএনপি-জামায়াত ইতিহাস বিকৃতি করে যাচ্ছে। ইতিহাস বিকৃতি করে দেশে তাণ্ডব চালাচ্ছে।
 
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে আড়াল না করতে এবং সঠিক ইতিহাস চর্চায় আরেফিনের বই ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ৫ জানুয়ারি নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি তাণ্ডব হয়েছে চাপাইনবাবগঞ্জের কানসাটে। সামছুল আরেফিনের গবেষণা বইয়ে দেখতে পেয়েছি যে, ওই জেলায় সবচেয়ে বেশি রাজাকার রয়েছে।
 
অনুষ্ঠানে গবেষক, মুক্তিযোদ্ধা সামছুল আরেফিন বলেন, আমার এ গবেষণার কাজ আগামী প্রজন্মের গবেষকদের কাজে যদি সহায়তা করে, তাহলে নিজেকে ধন্য মনে করবো।
 
সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলা একাডেমির মহাপরিচালক সামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সেলিনা রহমান, সাংবাদিক আবেদ খান, আব্দুল ওয়াদুদ দারা এমপি, পঙ্কজ নাথ এমপি, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।