ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িমারী সীমান্তে ২ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বুড়িমারী সীমান্তে ২ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে মিলন হোসেন (২৭) ও আব্দুস সালাম (৩৪) নামে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
 
শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে মিলনকে ও শনিবার (১৬ জানুয়ারি) ভোরে আব্দুস সালামকে আটক করা হয়।

বিকেলে দুই ব্যক্তি আটকের তথ্য নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  
 
মিলন হোসেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গারবাড়ী এলাকার সফিয়ার রহমানের ছেলে এবং আব্দুস সালাম একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুরের আব্দুল আজিজের ছেলে।
 
বিজিবি ও আটকদের পরিবারের লোকজন জানায়, বুড়িমারী সীমান্তের ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশনের কাছ থেকে মিলন হোসেনকে কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দল আটক করে।
 
শনিবার ভোরে সীমান্তের আর্ন্তজাতিক ৮৪৩/৪৪ নম্বর সীমানা পিলার এলাকা দিয়ে ভারতে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা আব্দুস সালামকে আটক করে।  
 
আটক দুই বাংলাদেশিকে বিএসএফ ক্যাম্পে নিয়ে বেধড়ক পেটানো হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের।
 
পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য সফিয়ার রহমান লালু বাংলানিউজকে বলেন, বিষয়টি তাদের পরিবারের সদস্যদের লিখিতভাবে বিজিবিকে জানানোর জন্য বলেছি।
 
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী বাংলানিউজকে বলেন, মিলন হোসেনের পাসপোর্ট থাকায় তাকে ছাড়িয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। আব্দুস সালামের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।