ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর পরিচ্ছন্নতায় এবার রাজউক চেয়ারম্যান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
রাজধানীর পরিচ্ছন্নতায় এবার রাজউক চেয়ারম্যান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা শহরের পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া।

শনিবার (১৬ জানুয়ারি) মালিবাগ রাজউক অফিসার্স কোয়ার্টার এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন তিনি।



এ সময় রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজউক চেয়ারম্যান বলেন, আমরা সবাই ঢাকা শহরকে ভালোবাসি। আমাদের এই ভালোবাসার শহরকে আমরা বাসযোগ্য করতে চাই। তাই ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে এবং নির্ধারিত সময়ে ফেলতে হবে।

তিনি আরও বলেন, রাজউক প্রথম নিজেদের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে। একই সঙ্গে রাজধানী পরিচ্ছন্নতায় সিটি করপোরেশনকে সহযোগিতা করবে।

পরিচ্ছন্নতা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজউক সদস্য (প্রশাসন) আকতারুজ্জামান, সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আসমাউল হোসনা, প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন ও পরিচালক (প্রশাসন) দুলাল কৃষ্ণ সাহা প্রমুখ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।