ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর মাজারে ক্যান্সার সোসাইটি নেতাদের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বঙ্গবন্ধুর মাজারে ক্যান্সার সোসাইটি নেতাদের শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির নবনির্বাচিত নেতারা।
 
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. ওবায়দুল্লাহ বাকীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পরে তারা মাজার জিয়ারত, পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় সংগঠনের সহ সভাপতি সুলতান মাহমুদুর রহমান, অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা, মহাসচিব ডা. এস এম আব্দুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. মো. খোরশেদ আলম, প্রচার সম্পাদক অধ্যাপক ডা. কাজী মনজুর কাদের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী সফিকুল আলম,  সংগঠনের জেলা শাখার সভাপতি ডা. আবিদ হাসান শেখ, সাধারণ সম্পাদক ডা. প্রহলাদ চন্দ্র বিশ্বাস, মাগুরা জেলা শাখার সভাপতি ডা. এ আর মোল্লা বাবুল রশিদ, সাতক্ষীরা শাখার নেতা ডা. মো.  মনোয়ার হোসেন, ক্যান্সার সোসাইটির মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ডা. এম এ রাজ্জাক, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিয়াজ মোহাম্মদ, ক্যান্সার সোসাইটি হাসপাতালের ওয়েলফেয়ার হোমের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।