ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সংস্কৃতির উপর আক্রমণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
সংস্কৃতির উপর আক্রমণ চলছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাংবাদিক কামাল লোহানী বলেছেন, আমাদের সংস্কৃতির উপর একের পর এক আক্রমণ করা হচ্ছে। অপরাধীরা সংস্কৃতির উপর আক্রমণ করে যে পাপ করে যাচ্ছেন, এর বিরুদ্ধে আমরা শক্ত হয়ে দাঁড়াতে পারছি না।



শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গোলাম সরোয়ারের গবেষণাধর্মী ‘শুদ্ধ ও প্রমিত উচ্চারণের সুবর্ণ পথ’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াতে ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিচিহ্ন ধ্বংসের বিষয়টি উল্লেখ করে কামাল লোহানী বলেন, সংস্কৃতিকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে একের পর এক আক্রমণ করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়াতে যে কাণ্ড ঘটনো হলো তা সংস্কৃতি ধ্বংস করার পরিকল্পনারই অংশ। আমরা এক বিশৃঙ্খল অবস্থার মধ্যে চলছি।

তিনি বলেন, বিভিন্ন সময় এ ধরনের আক্রমণ আসে, এরপর দুই স্তর, তিন স্তরের নিরাপত্তা বাড়ানো হয়। কিন্তু তা যথেষ্ট নয়। এজন্য সাধারণ মানুষকে দেশের সংস্কৃতি রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন ফরহাদ খান, অধ্যাপক মহবুবুল হক, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, নূর-ই-মুন্তাকিম আলমগীর।

প্রকাশনা উৎসবের পর বইয়ের লেখক কণ্ঠশীলন প্রশিক্ষক ও নির্দেশক গোলাম সারোয়ার একক আবৃত্তি করেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
টিএইচ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।