ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকিদাতা গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকিদাতা মো. বেল্লাল আহম্মেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
শনিবার (১৬ জানুয়ারি) সিলেটের বিয়ানীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



বেল্লাহ গত কয়েক মাস আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ডাকযোগে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেয় বেল্লাল।

এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাল অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেছে।
 
ডিবি দক্ষিণ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান আরাফাতের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এনএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।