ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় মনসুর আলীর জন্মবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
পাবনায় মনসুর আলীর জন্মবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনায় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ও জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর ৯৮তম জন্মদিন উদযাপিত হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) এ উপলক্ষে পাবনায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ পাবনা শাখা।

এরমধ্যে ছিলো শিশুদের চিত্রাঙ্কন, আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠান।

বিকেল সাড়ে ৪টায় পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মনোয়ার হোসেন জাহেদী।

বিশেষ অতিথিদের মধ্যে পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল রহিম লাল, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্টু, সাংগঠনিক সম্পাদক আলো জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ড. মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কনে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।