ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালী কারাগারে আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
নোয়াখালী কারাগারে আসামির মৃত্যু

নোয়াখালী: লক্ষ্মীপুর জেলা কারাগারের এক আসামি অসুস্থ থাকায় তাকে নোয়াখালী জেলা কারাগারে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে।

জাকির হোসেন (২৭) নামে ওই আসামিকে শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে গুরুতর অবস্থায় নোয়াখালী জেলা কারাগার থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।



নিহত জাকির হোসেন জেলার সোনাইমুড়ি উপজেলার বুরপিট গ্রামের আবদুর রব মিয়ার ছেলে।

স্থানীয় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত বাংলানিউজকে জানান, নোয়াখালী জেলা কারাগারে এক আসামির মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী জেল সুপার নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, লক্ষ্মীপুর জেলা কারাগার কর্তৃপক্ষ অসুস্থ জাকির হোসেন নামে এক আসামিকে আমাদের কারাগারে পাঠায়। সে অসুস্থ থাকায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৫৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।