ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল / ফাইল ফটো

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থী ও ছাত্রলীগ-ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।



গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থী ও ছাত্রলীগ-ব্যবসায়ীদের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হওয়ার পর, রেলপথ অবরোধ, রেল স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওইদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিচ্ছিন্নভাবে এসব ঘটনা ঘটে। ঘটনার সময় বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর চালায়। তারা স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, ইন্ডাস্ট্রিয়াল স্কুল, প্রশিকা কার্যালয়, সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুল হক ভূঁইয়ার বাসভবন ও ব্যাংক এশিয়ার শাখা অফিস ভাঙচুর করে।

এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে। পুলিশ ঘটনার সময় নিষ্ক্রিয় ছিল বলেও অভিযোগ তোলা হয়।

এরপর এ ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি তদন্ত করছে। পুলিশের অবহেলা ছিল কিনা বা নিষ্ক্রিয় ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময় : ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসএমএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।