ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
পিরোজপুরে শিক্ষকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে  পিরোজপুরে মানববন্ধন করেছেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার সদস্যরা।

সোমবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় শহরের উপজেলা পরিষদ সংলগ্ন মুজিব চত্বরে এ মানববন্ধন হয়।



সংগঠনের জেলা সভাপতি সহকারী অধ্যাপক ইখতিয়ার হোসেন পান্নার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ঈশ্বর চন্দ্র দাস, সহকারী অধ্যাপক পরিমল চন্দ্র মন্ডল, সহকারী অধ্যাপক দিলীপ কুমার মিস্ত্রি, সহকারী অধ্যাপক সুশান্ত কুমার ভৌমিক ও প্রভাষক অধ্যাপক আল মামুন হাওলাদার।

বক্তারা বলেন, সরকার নতুন বেতন কাঠামো নিয়ে  বেসরকারি শিক্ষক কর্মচারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নিতে হবে। পাশাপাশি নন এমপিওভূক্ত আট হাজারের মতো  শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্ত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।