ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে আদিবাসী পরিষদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
রাজশাহীতে আদিবাসী পরিষদের মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ, দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গণ-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা কমিটির উদ্যোগে সোমরার (১৮ জানুয়ারি) দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার।

গণ-মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় দফতর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হেমন্ত মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান, পাহাড়ি ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা, অর্থ সম্পাদক দিপেন চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক সুপন চাকমা।

সংহতি বক্তব্য দেন, বিশিষ্ট লেখক ও কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি কল্পনা রায়, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ রাজশাহী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জন-উদ্যোগ রাজশাহী ফেলো জুলফিকার আহম্মেদ গোলাপ, বাসদ রাজশাহী জেলা সমন্বয়ক দেবাশিষ রায়।

বক্তারা বলেন, ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে ২২-এর ১ ধারায় বলা হয়েছে, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জমি, বসতভিটা, বনাঞ্চল, জলাভূমি ও অন্যান্য সম্পদের সুরক্ষা করা হবে। সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জমি, জলাধার ও বন এলাকায় অধিকার সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ ভূমি কমিশনের কার্যক্রম অব্যাহত থাকবে। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সমতল অঞ্চলের আদিবাসীদের বেহাত হওয়া ভূমি উদ্ধারের জন্য ভূমি কমিশন গঠনের জন্য এভাবে নির্বাচনী অঙ্গীকার প্রদান করলেও বিগত ৭ বছরে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

এছাড়াও সারাদেশে আদিবাসীদের ওপর ঘটে যাওয়া হত্যা, ধর্ষণ, উচ্ছেদ, লুট, হামলা, অপহরণ, মিথ্যা মামলা, গুম, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ঘটনায় তিব্র নিন্দা জানান এবং সকল ঘটনার বিচার দাবি করে বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।