ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পুলিশি অভিযানে বিভিন্ন সময় জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ভবনের সামনে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করা হয়।



এ সময় বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারের অ্যাডিশনাল আইজি মোকলেসুর রহমান উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহম্মেদ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) অধিনায়ক শাহাব উদ্দিন খান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও সিনিয়র ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শহীদুল্লাহ বাংলানিউজকে জানান, আদালতের নির্দেশে ১৪ হাজার ২৬৯ বোতল ফেনসিডিল, ২৮২ কেজি ছয়শ’ গ্রাম গাঁজা, ১৫৬ লিটার চোলাই মদ, ১০ হাজার ৪৯৫ অ্যামপুল ইনজেকশন ও ৩২ বোতল রেকটি ফাইড স্প্রিট ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।