ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ১২ দফা দাবিতে নির্মাণ শ্রমিকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
রাজশাহীতে ১২ দফা দাবিতে নির্মাণ শ্রমিকদের মানববন্ধন

রাজশাহী: রাজশাহীতে নির্মাণ শ্রমিকদের জন্য বাসস্থান, কর্মক্ষেত্রে নিহত-আহতদের আর্থিক অনুদান এবং নিরাপত্তাসহ ১২ দফা দাবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে মহানগরীর গণকপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন কয়েক শ’ শ্রমিক।



শ্রমিক ইউনিয়নের অন্য দাবিগুলো মধ্যে রয়েছে, নারী শ্রমিকদের সমান মজুরি, নগরীর গুরুত্বপূর্ণ স্থানে শ্রমিক ছাউনি নির্মাণ, রেশনিং ব্যবস্থা চালু, শ্রম আদালত স্থাপন, ৪২ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন, বিদেশে কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমিক নির্যাতন বন্ধ।

মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তার বক্তব্যে এসব দাবি তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়া দাবি পূরণ না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসএস/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।