ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে ১৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
কমলনগরে ১৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ওষুধের দোকান, প্যাথলজি ও খাবার হোটেলসহ ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার করইতলা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এ অভিযান চালান।



এ সময় বিভিন্ন অনিয়মের কারণে ওই বাজারের ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘন্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।