ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় মাদক বিরোধী অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ভোলায় মাদক বিরোধী অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: জীবনকে ভালোবাসুন, মাদকদ্রব্য থেকে দূরে থাকুন-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভেলায় অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস।
 
সোমবার (১৮ জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি, মাদক বিরোধী গণস্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 
অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক সেলিম রেজা, জেলা সিভিল সার্জন ডা. ফরিদ আহম্মদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিচালক রাসেদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

র‌্যালিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।