ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় আদিবাসী পরিষদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
নওগাঁয় আদিবাসী পরিষদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: সমতল ভূমিতে বসবাসকারী আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় আদিবাসী পরিষদ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে।



মানববন্ধনে নেতৃত্ব দেন এ সংগঠনের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুণ্ডা।

এসময় বক্তব্য রাখেন- জাতীয় আদিবাসী পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক সুধীর তির্কী, উপদেষ্টা ময়নুল হক মুকুল, জয়নাল আবেদীন মুকুল, একুশে পরিষদের সহ-সাধারণ সম্পাদক নাইস পারভীন, আদিবাসী ছাত্র পরিষদের নেতা হরিদাস পাহান, নিরঞ্জন পাহান, আতিক রহমান, আরেফিন মাহমুদ ও গাবরিয়েল এক্কা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সমতল ভূমিতে বসবাসকারী আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি তুলে ধরেন।

মানববন্ধনে আদিবাসী পরিষদের নেতাকর্মী ছাড়াও শহরের গণ্যমান্য ব্যক্তি অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।