ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ গাঁজা বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ গাঁজা বিক্রেতার কারাদণ্ড ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় নারীসহ তিন গাঁজা বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে নাসিরনগরে দুই যুবককে দুই বছর করে ও আখাউড়ায় এক নারীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।



সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সার্কেল ও নাসিরনগর থানা পুলিশের অভিযানের পর স্থানীয় উপজেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

নাসিরনগর থানা পুলিশ জানায়, উপজেলার ফান্দাউক গ্রামের ছফি মিয়ার ছেলে তকদির মিয়া (২৩) ও অলি মিয়ার ছেলে মামুন মিয়াকে (২৫) গাঁজা বিক্রি ও সেবনের সময় ফান্দাউক ঋষিপাড়ার অজয় ঋষির বাড়ি থেকে আটক করা হয়।

পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন।
 
এদিকে সোমবার দুপুরে আখাউড়া পৌর শহরের কুমারপাড়ার মোছা মিয়ার স্ত্রী ফাতেমা বেগমকে (৪০) গাঁজা বিক্রিকালে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব।

এ সময় ওই নারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচশ টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।