ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘আন্দোলনে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করুন’

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
‘আন্দোলনে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করুন’ ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: বিএনপি নেতাদের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি না করে আন্দোলনের ব্যর্থতার দায়ভার নিয়ে আপনারা বিএনপির রাজনীতি থেকে পদত্যাগ করুন। ’

তিনি বলেন, বিএনপি নেত্রী যতই যুদ্ধাপরাধীদের রক্ষার আন্দোলন করুক না কেন জনগণ তাতে সাড়া দেবেনা।

তাই তিনি উন্মাদের মত প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।

রোববার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলায় নিহত আওয়ামী লীগ সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চেহারা যখন পাল্টে যাচ্ছে তখন বিএনপি ও তাদের দোসররা উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাদের এখন শুধু অর্থহীন সমালোচনা করা ছাড়া আর কিছু করার নেই। কারণ বিএনপির সঙ্গে এখন জনগণ আর নেই।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।