ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের মানববন্ধন

ঠাকুরগাঁও: সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



এ সময় বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা, সাংগঠনিক সম্পাদক যাকোব খালকো, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি বিশু রাম মুর্মু প্রমুখ।
 
বক্তারা, সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

চুক্তির দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তরা।

মানববন্ধনে আদিবাসী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।