ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জাতীয় শিশু চিত্রাঙ্কন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
বরিশালে জাতীয় শিশু চিত্রাঙ্কন উৎসব ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে বিজয় দিবস উপলক্ষে ক্রিসেন্ট-বাতিঘরের উদ্যোগে জাতীয় শিশু চিত্রাঙ্কন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলার বিবির পুকুরপাড় এলাকার হিরণ স্কয়ারে এ উৎসব শুরু হয়।

উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান।

অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদের ভাবনা-চিন্তার বিকাশে এ ধরণের উৎসব অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।
উৎসবের প্রধান অতিথি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আক্কাস আলী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে শিশুদের উদ্দেশে গণসংগীত পরিবেশন করেন।

এতে সভাপতিত্ব করেন বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের অধ্যক্ষ মেহেদী হাসান শোয়েব।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশালের পুলিশ সুপার (এসপি) এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফুর রহমান ও বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান জাহিদুর রহমান মনির প্রমুখ।

বক্তারা শিশুদের ভেতরে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে এ ধরণের আয়োজনের প্রশংসা করেন।

ছবি আঁকার এ উৎসবে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে ছবিগুলোর প্রদর্শনীর আয়োজন করা হয়। সবশেষে শিশুদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।