ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পুলিশ কনস্টেবল ৩ দিনের রিমান্ডে

afs ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
বরিশালে পুলিশ কনস্টেবল ৩ দিনের রিমান্ডে ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মার্কেটিং বিভাগের এক ছাত্রকে অপহরণ, মুক্তিপণ দাবি ও গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় মহানগর পুলিশের এক কনস্টেবলকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) বরিশাল মুখ্য মহানগর হাকিম (চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট) মো. আলী হোসাইন এ আদেশ দেন।



এর আগে রোববার পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করলে সোমবার শুনানি শেষে আদালত তিনদিনের এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া কনস্টেবল -বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) লাইনের এএসফ শাখার কনস্টেবল মো. আল আবিদ (২১)। তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার কুড়িয়াখালীর সোনাতলা গ্রামের মো. আ. হাকিমের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) অরবিন্দ বিশ্বাস বাংলানিউজকে জানান, মামলার দুই আসামি কনস্টেবল আবিদ ও নগরীর গোরস্থান রোডের গোলাম রহমান বাবুলের ছেলে গোলাম আল রাজী রনীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে উভয়েই কারাগারে রয়েছেন।

মামলার প্রকৃত রহস্য ও চোরাই মালামাল উদ্ধার, জড়িত অন্যান্য আসামিদের পরিচয় সংগ্রহ, এবং সঙ্গে নিয়ে অভিযানে যেতে উভয়কে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোতোয়ালি মডেল থানায় ১২ জানুয়ারি (মঙ্গলবার) বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মার্কেটিং বিভাগের ছাত্র এসএম আসিফ জামানকে অপহরণ, মুক্তিপণ দাবি, গ্রহণ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেন ওই ছাত্রের বাবা বরিশাল পল্লী বিদ্যু‍ৎ সমিতি-২’র সহকারী জেনারেল ম্যানেজার মো. ওয়াহিদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।