ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় অপহৃত মাদ্রাসার ছাত্র উদ্ধার, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
নগরকান্দায় অপহৃত মাদ্রাসার ছাত্র উদ্ধার, গ্রেফতার ১ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র হেদায়েতুল্লাহকে (১০) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রুবেল (২০) নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে।



সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোড মোড় এলাকা থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়।

অপহৃত হেদায়েতুল্লাহ নগরকান্দা উপজেলার আশফরদী গ্রামের কামাল খন্দকারের ছেলে। সে একই উপজেলার জুঙ্গরদী কাশিমুল উলুম মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র ছিলো।

আর আটক রুবেল আশফরদী গ্রামের মোশারেফ খন্দকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে মাদ্রাসা থেকে বোনের অসুস্থতার কথা বলে রুবেল হেদায়েতুল্লাহকে ঢাকা নিয়ে যান। পরে হেদায়েতুল্লাহকে জিম্মি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি।

পরে নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত সুকৌশলে অপহরণকারীদের মুক্তিপণের আংশিক ৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠান।

বাকি টাকা দেওয়ার কথা বলে ভাঙ্গা আসতে বলেন তাদের। সোমবার দুপুর ১২টার দিকে অপহরণকারী রুবেল ওই মাদ্রাসা ছাত্রকে নিয়ে ভাঙ্গা বিশ্বরোড মোড় এলাকায় এলে তাকে আটক করে পুলিশ।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসার উদ্দিন বাংলানিউজকে জানান, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অপহরণকারী রুবেলকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

বিকেলে রুবেলকে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।