ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপ প্রেসিডেন্টের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপ প্রেসিডেন্টের সাক্ষাৎ ছবি: সংগৃহীত

ঢাকা: মালদ্বীপ সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুমের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৮ জানুয়ারি) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনী প্রধান পাঁচদিনের সরকারি সফরে মালদ্বীপে অবস্থান করছেন।

সেনাপ্রধান মালদ্বীপের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী আদম শরীফ উমর এবং চিফ অব মালদ্বীপ’স ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) মেজর জেনারেল আহমেদ সিয়ামের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তারা এ সময় দ্বিপাক্ষিক স্বার্থ ও পেশাগত বিষয়ে আলোচনা করেন।

বন্ধুত্বের নিদর্শন স্বরূপ জেনারেল বেলাল সে দেশের চিফ অব ন্যাশনাল ডিফেন্স ফোর্সকে ৭টি পিক-আপ ট্রাক উপহার দেন।

বাংলাদেশ ২০০৪ সালে সুনামি আক্রান্ত ভ্রাতৃপ্রতিম মালদ্বীপের প্রতি ‘অপারেশন সার্ক বন্ধন’র আওতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। দুই দেশের সশস্ত্র বাহিনীর গভীর সম্পর্কের নিদর্শন স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনী ২০১১ সালেও মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সকে ৭টি ৩ টন ট্রাক দিয়েছিল।

জেনারেল বেলাল গত ১৫ জানুয়ারি মালদ্বীপ সফরে যান এবং তিনি ১৯ জানুয়ারি দেশে ফিরে আসবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালকের পক্ষে সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা; জানুয়ারি ১৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।