ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

১৭ মাস পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
১৭ মাস পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

ফরিদপুর: আদালতের নির্দেশে ১৭মাস পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সত্তরকান্দা এলাকায় কবর থেকে সুমি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ফের ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর মরদেহ উত্তোলন করে পুলিশ।



পুলিশ জানায়, ৭ বছর আগে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের শহীদুল মোল্লার সঙ্গে বোয়ালমারী উপজেলার সত্তরকান্দা গ্রামের সৌদি প্রবাসী মোস্তফা কামালের মেয়ে সুমির বিয়ে হয়।

এরপর ২০১৪ সালের মাঝামাঝিতে তার শ্বশুর বাড়ির লোকজন জানায় সুমি বিষ পান করেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২০ আগস্ট মারা যান সুমি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, সুমির যখন মৃত্যু হয় সে সময় তার বাবা মোস্তফা কামাল বিদেশে ছিলেন। পরে দেশে ফিরে ২০১৪ সালের ২৭ নভেম্বর তিনি বাদী হয়ে যৌতুকের জন্য সুমিকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে ফরিদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার পর আদালতের নির্দেশে ফের ময়নাতদন্তের জন্য কবর থেকে সুমির মরদেহ উত্তোলন করা হয়।

মরদেহ উত্তোলন সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সালাউদ্দিন আহম্মেদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরকেবি/ওএইচ/ এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।