ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ড্রেজার মেশিন জব্ধ, দু’জনকে জেল জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
সিলেটে ড্রেজার মেশিন জব্ধ, দু’জনকে জেল জরিমানা প্রতীকী ছবি

সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর সেতু সংলগ্ন কুশিয়ারা নদী থেকে ড্রেজার মেশিন জব্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রেজার মেশিন মালিককে জরিমানা এবং তার সহযোগীকে জেল দেওয়া হয়।



সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জেল-জরিমানা করা হয়।

অভিযানের সময় ড্রেজার মালিক দেলোয়ার হোসেনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। দেলোয়ারের সহযোগী ফরিদ আহমদকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ড্রেজার মেশিন জব্ধ করে থানায় নেওয়া হয়েছে বলেও জানান জিয়াউল ইসলাম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এনইউ/টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।