ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় নরডিক দূতাবাসের উদ্বোধন মঙ্গলবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
ঢাকায় নরডিক দূতাবাসের উদ্বোধন মঙ্গলবার

ঢাকা: ঢাকায় ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের যৌথ দূতাবাস (নরডিক দূতাবাস) মঙ্গলবার (১৯ জানুয়ারি) উদ্বোধন হতে যাচ্ছে। এ দূতাবাসের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।



সোমবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে তথ্য  জানা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সোমবার চারদিনের সফরে ঢাকায় আসেন ড্যানিশ কর্মসংস্থানমন্ত্রী জর্ন নিরগার্ড লারসেন।

এছাড়া, মঙ্গলবার সকালে ঢাকা আসছেন নরওয়ের বাণিজ্য, শিল্প ও মৎস্য প্রতিমন্ত্রী দাইলেক আয়হান, গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’র (জিএফএমডি) মুখপাত্র ও সুইডেনের রাষ্ট্রদূত ইভা আকারমেন।

এর আগে ঢাকায় যৌথভাবে জার্মানি ও ফ্রান্সের দূতাবাস চালু হয়।

ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের দূতাবাস সূত্র জানায়, ইউরোপের এই তিনটি দেশের মধ্যে ভাষা ও সংস্কৃতির মিল রয়েছে। বাংলাদেশে এই তিনটি দেশের কার্যক্রমও প্রায় একই ধরনের। তাই সমন্বিতভাবে সেসব কাজ করতে এই যৌথ দূতাবাস বিশেষ ভূমিকা রাখবে।

তিন (ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন) নরডিক দেশের সফররত মন্ত্রী ও প্রতিনিধিদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কয়েকজন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
জেপি/টিএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।