ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মোহনগঞ্জে ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
মোহনগঞ্জে ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে ঝগড়ার একপর্যায়ে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহতরা হলেন- সাইদুল হক (৩৫), হৃদয় মিয়া (২৩), আব্দুল হান্নান (৫৮) ও হারুন মিয়াসহ (৩৮) আরও বেশ কয়েকজন।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের বিষয়টি বাংলানিউজকে জানান মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ্ উদ্দিন আহমেদ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
টিআই




 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।