ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভারত ও যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফর ফেব্রুয়ারিতে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
ভারত ও যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফর ফেব্রুয়ারিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

ঢাকা: গুরুত্বপূর্ণ দুইটি অনুষ্ঠানে অংশ নিতে ফেব্রুয়ারি মাসে ভারত ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সন্ত্রাস দমন বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে আগামী ২ ফেব্রুয়ারি ভারতের জয়পুরে যাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ভারতীয় থিংক ট্যাংক ইন্ডিয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে দু’দিনব্যাপী সম্মেলনে অংশ নেবেন তিনি।

এছাড়া, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মগেনস লিক্কেটফ্টের আমন্ত্রণে আগামী ১১ ফেব্রুয়ারি নিউইয়র্কে অনুষ্ঠেয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক একটি স্পেশাল থিমেটিক ইভেন্টে মূল প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে শাহরিয়ার আলমের।

জানা যায়, ইন্ডিয়া ফাউন্ডেশন ও রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী  জয়পুরে সন্ত্রাস দমন বিষয়ক কনফারেন্স ২০১৬
অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

‘ট্যাকলিং গ্লোবাল টেরর আউটফিটস’ শীর্ষক এই কনফারেন্সে বিভিন্ন দেশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্য, নীতি নির্ধারক, বিশেষজ্ঞ এবং সরকারের প্রতিনিধিরা অংশ নেবেন। এতে বিভিন্ন দেশের সরকার ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নেটওয়ার্কিং ও তথ্য বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

একইসঙ্গে বিশ্বজুড়ে নিত্য-নতুন সন্ত্রাস মোকাবেলায় সমন্বিত কৌশল কী হতে পারে তা নিয়েও আলোচনা হবে সেখানে।

এদিকে, এসডিজি গৃহীত হওয়ার পর আগামী ১১ ফেব্রুয়ারি নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পেশাল থিমেটিক ইভেন্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মগেনস লিক্কেটফটের আমন্ত্রণে অনুষ্ঠেয় এই ইভেন্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সূত্র জানায়, দিনব্যাপী এ ইভেন্টে ‘বিল্ডিং সিনার্জি অ্যান্ড কোহেরেন্স ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিসিস ফর ইমপ্লিমেন্টেইশন অ্যান্ড ফলো আপ অব দ্য ইস্তান্বুল প্রোগ্রাম অব অ্যাকশন অ্যান্ড দ্য ২০৩০ এজেন্ডা ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এছাড়া, পৃথক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট কমিটির সভাপতি এরিক সোলহেইম। অনুষ্ঠানে জাতিসংঘের প্রেসিডেন্ট মগেনস লিক্কেটফট ও মহাসচিব বান কি মুন ছাড়াও জাতিসংঘ মহাসচিবের এসডিজি বিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারো, ইউএনডিপি’র প্রশাসক হেলেন ক্লার্কের উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
জেপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।