ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দেবীগঞ্জে নৈশকোচের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
দেবীগঞ্জে নৈশকোচের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নৈশকোচের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে  উপজেলার সোনাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন- ডোমার উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা স্বপন (৩৫)। তার বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলায় চাকরি করতেন। অপরজন দেবীগঞ্জ উপজেলার সোনহার এলাকার মাছ ব্যবসায়ী জাকিরুল (৪৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সোনাহার এলাকা থেকে মোটরসাইকেলে করে নীলফামারী যাচ্ছিলেন স্বপন ও জাকিরুল। পথে মায়ের আঁচল নামে ঢাকা থেকে দেবীগঞ্জগামী একটি নৈশ কোচ তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।

তিনি আরো জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬/আপডেট:০৯৫১
আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।