ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত পরিচয় নারী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
সাভারে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত পরিচয় নারী নিহত

সাভার (ঢাকা): সাভারে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত (৩০) পরিচয় এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।



পুলিশ সূত্র জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন বাসস্ট্যান্ডে ওই নারী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়।

পরে সাভার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসএনএইচ/জেডএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।