ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভালোবাসা দিবসে ঢাকাবাসীকে প্রতীকী পরিচ্ছন্নতায় অংশ নিতে আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
ভালোবাসা দিবসে ঢাকাবাসীকে প্রতীকী পরিচ্ছন্নতায় অংশ নিতে আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশ্ব ভালোবাসা দিবসে এক ঘণ্টা প্রতীকী পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে বঙ্গবাজার মোড়ে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।



সাঈদ খোকন বলেন, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আমরা মা-বাবা, স্ত্রী কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাই। নগরীর সবার প্রতি আহ্বান নিজ শহরের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত যার যার বাসার আশেপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করবেন।

তিনি আরো বলেন, অনেকেই বলেন, ঢাকা শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার করা একটা অসাধ্য ব্যাপার। কিন্তু অসাধ্য বলে কিছুই নেই। তার প্রমাণ বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদার। তিনি আমাদের অনুপ্রেরণা। মানুষ চেষ্টা করলে পারে না, এমন কোনো কাজ নাই।

এ সময় তিনি নগরীর প্রত্যেক নাগরিককে মেয়রের ভূমিকা পালন করার আহ্বান জানান।

সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয়ী নিশাত মজুমদার।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সম্পাদক অমিতোষ পাল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক ক্যাপ্টেন রকিবউদ্দীন, মডেল অভিনেত্রী ইশানা, নাট্যাভিনেতা আরফান আহমেদ, কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ফরিদউদ্দিন আহমেদ রতন, সংরক্ষিত নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলী।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এইচআর/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।