ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দর্শনাকে উপজেলা করার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
দর্শনাকে উপজেলা করার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনাকে উপজেলা করার দাবিতে এক ঘণ্টা স্তব্ধ ছিলো ৮ কিলোমিটার সড়ক। এ সময় হাজার হাজার মানুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ‘চাই উপজেলা, দাও উপজেলা, হোক উপজেলা’ স্লোগানে মুখরিত করে তোলে।



মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে দর্শনা পৌরশহরসহ কুড়ালগাছি, পারকৃষ্ণপুর-মদনা, বেগমপুর, তিতুদাহ, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়নের বাসিন্দারা অংশ নেয়।

দর্শনা হল্ট স্টেশন থেকে শুরু হওয়া মানববন্ধন ছাড়িয়ে যায় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের প্রায় ৮ কিলোমিটার রাস্তা।

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় সংসদ সদস্য হাজী আলি আজগর টগর বলেন, দর্শনাকে উপজেলা করার দাবি আমাদের প্রাণের দাবি। ইতোমধ্যে এ দাবি সর্ম্পকে প্রধানমন্ত্রী অবগত হয়েছেন। তার নির্দেশে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রটি থানায় রুপান্তরের কাজ শুরু হয়েছে। শিগগিরই উপজেলা বাস্তবায়নও আমরা দেখতে পাবো।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান, জাসদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান, মেয়র মহিদুল ইসলাম, সিপিবির সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সমন্বয়ক আনোয়ার হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলি হোসেন, কেরু অ্যান্ড কোং শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী প্রমুখ।

বক্তারা অবিলম্বে দর্শনাকে উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তা না হলে হরতাল-অবরোধসহ আন্দোলনের হুমকি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।