ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সর্বহারা পরিচয়ে অতিরিক্ত ডিআইজি প্রিজনের কাছে ফোনে চাঁদা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
সর্বহারা পরিচয়ে অতিরিক্ত ডিআইজি প্রিজনের কাছে ফোনে চাঁদা দাবি ছবি: প্রতীকী

ঢাকা: সর্বহারা পার্টির সদস্য পরিচয় দিয়ে অতিরিক্ত ডিআইজি প্রিজন এ কে এম ফজলুল হকের কাছে মোবাইল ফোনে মোটা অংকের চাঁদা দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১০টা ৫৬ মিনিটে একটি এয়ারটেল নম্বর (০১৬২৫৫১৪২৮২) থেকে তার ব্যক্তিগত মোবাইলে ফোন করে এ চাঁদা দাবি করা হয়।



দুপুর পৌনে ২টায় অতিরিক্ত ডিআইজি প্রিজন এ কে এম ফজলুল হক বাংলানিউজকে বিষয়টি জানিয়ে বলেন, এক ব্যক্তি আমার মোবাইলে ফোন করে নিজেকে সর্বহারা পার্টির সদস্য দাবি করে মোটা অংকের চাঁদা দাবি করে। এতোদিন তারা ভারতে ছিলো জানিয়ে বলে, দল চালাতে টাকা লাগবে। আমি টাকা দিতে পারবো না বললে সে বলে, কিভাবে টাকা আদায় করতে হয়, আমাদের জানা আছে।

এ বিষয়ে তিনি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮০২) করেছেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এনএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।