ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

অষ্টগ্রামে কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
অষ্টগ্রামে কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার হাওর বেষ্টিত উপজেলা অষ্টগ্রামে মুক্তিযোদ্ধা ফারুক মাস্টার স্মরণে কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অষ্টগ্রাম সাহিত্য পরিষদ নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।



মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে অষ্টগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।

কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহসীন উদ্দিন।
 
অষ্টগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি ডা. মো. সাজ্জাদ হোসাইন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়াম্যান শহীদুল ইসলাম জেমস, বিশেষ অতিথি মোহাম্মদ ফিরোজ, অষ্টগ্রাম রোটারি কলেজের অধ্যক্ষ মোস্তফা আরিফ খান, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ কমল।
 
কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অষ্টগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময় : ১৫২১ ঘন্টা, ১৯ জানুয়ারি, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।